



কিছুদিন আগেই বাসমতী চাল ব্যতীত অন্যান্য সাধারণ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ ভারত। এবার সাময়িকভাবে বাসমতী চালেও নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। আর তাও আবার শর্তসাপেক্ষে। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, বিদেশের বাজারে ১২০০ ডলারের কম দামে বিক্রি হওয়া বাসমতী চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তবে এই দামের ঊর্ধ্বে কোন নিষেধাজ্ঞা থাকছে না।
ভারত থেকে রপ্তানি করা পণ্যের তালিকার শীর্ষে থাকে বাসমতী চাল। কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে যে বাসমতী চালের রপ্তানির জন্য যে সমস্ত নিয়ম প্রযোজ্য আছে সেই নিয়মের আওতায় বাসমতী ছাড়াও অন্যান্য চাল দেশের বাইরে পাঠানো হচ্ছিল। এই খবর গোপন সূত্রে জানা গেছে। তাই এরকম পরিস্থিতিতে বাসমতী চালের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি কর হয়েছে।
