



বুধবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে পাকিস্তান। সামনের শনিবার হতে চলেছে হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। কাজেই আগেভাগেই শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় দল।ওডিআই বিশ্বকাপের আগেই নিজেদের শক্তি ও দুর্বলতা বুঝে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই দুই দেশের লড়াই নিয়ে বরাবরই উত্তেজনার শেষ থাকে না। আর এবারেও তার ব্যতিক্রম নয়। কিন্তু সব উত্তেজনায় জল ঢালতে পারে প্রকৃতি।বাধ সাধতে পারে বৃষ্টি। জানা যাচ্ছে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।
বিশ্বকাপের আগে এবারের এশিয়া কাপ প্রায় প্রতিটি দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু প্রথম ম্যাচ জিতেছে পাকিস্তান আর ভারতের এটিই প্রথম ম্যাচ তাই স্বাভাবিক ভাবেই ক্রিকেটপ্রেমীদের কাছে উন্মাদনার অন্ত নেই। কিন্তু একদিকে যেমন রয়েছে উত্তেজনা অন্যদিকে তেমনি রয়েছে বৃষ্টির আশঙ্কাও।
Report – Anita Das
