



২০২৪ এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে জোট বেঁধেছে দেশের বিরোধী দলগুলি। একসঙ্গে দল বেঁধে লড়াই করবে’ ইন্ডিয়া’ জোটে।বিরোধী জোটের সদস্য সংখ্যা ও বেড়েছে। ২৬ এর বদলে ২৮ টি দল যোগ দিয়েছে এই বৈঠকে।
পাটনা,বেঙ্গালুরুর পর এবার মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে উত্তরীয় পরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিয়েছেন রাহুল গান্ধী, কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান থেকে অরবিন্দ কেজরিওয়াল,শরদ পাওয়ার সহ বহু নেতা নেত্রীরা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মুম্বাইয়ের এই বৈঠকে জোটের লোগো স্থির করা হবে বলে শোনা গিয়েছিল। তবে তা হচ্ছে না বলেই সূত্র মারফৎ খবর। তবে এই বৈঠকে ১৩ জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়ার কো-অর্ডিনেশন কমিটি। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে —‘জুড়েগা ভারত,জিতেগা ইন্ডিয়া ‘- দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় ভাষায় এই স্লোগানকে সামনে রেখেই চলবে প্রচার।
মল্লিকার্জুন খাড়গে জানান –গরিবদের উপর লুঠতরাজ রোখার জন্য ইন্ডিয়ার জয় জরুরি। উদ্ধব ঠাকরে বলেন–সাধারণ মানুষকে ভয় থেকে মুক্তি দিতে চান ওনারা।
Report – Anita Das
