News United India

দিল্লিতে শুরু G-20 শীর্ষ সম্মেলন

৯ ই সেপ্টেম্বর শনিবার G-20 শীর্ষ সম্মেলনের প্রথম দিন।গতকালই নয়া দিল্লিতে পৌঁছে গেছেন রাষ্ট্রনেতারা।শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম “বসুধৈব কুটুম্বকম”। শুরুতেই মানব জাতির কল্যানের কথার উল্লেখ করে সেই বার্তাকে বাস্তবায়িত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । ‘সবকা সাথ সবকা বিকাশ’ -সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে একসাথে এগিয়ে চলার বার্তা মোদীর। ইতিমধ্যেই দেশের নাম বদল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি ভবনের নিমন্ত্রণ পত্র থেকে শুরু করে G-20 সম্মেলনে প্রধানমন্ত্রীর টেবিলে দেশের নাম হিসেবে ‘ভারত’ লেখা সবই চোখে পড়ার মতো। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন। ভারতের উদ্দ্যোগে G-20 জোটের স্থায়ী সদস্য পদ পেল আফ্রিকান ইউনিয়ন।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories