



অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে চেনেনা এমন মানুষ খুব কমই আছেন। শুধু সব্যসাচী চক্রবর্তীই নন,পরিবারের প্রায় সবাই অভিনয়ের সাথে যুক্ত। অভিনেতার পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা দুজনেই বেশ কিছুদিন ধরেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তার কারণ হল পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল ঋদ্ধিমার সাধভক্ষণের ছবি। তার দুসপ্তাহ কাটতে না কাটতেই শোনা গেল খুশির খবর। জানা যাচ্ছে, শনিবার সকালে ঋদ্ধিমার কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান।
যদিও সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী যে এই প্রথমবার দাদু -ঠাকুমা হলেন তা নয়,এর আগেই সব্যসাচীর ছোট ছেলের কন্যাসন্তানের সুবাদে দাদু-ঠাকুমা হয়ে গেছেন।পরিবারে নাতনি র পর নাতি আসায় স্বভাবতই দাদুও ঠাকুমা। বাবা মা হওয়ার অপেক্ষায় ছিলেন গৌরব- ঋষিমাও। অনেকদিন ঋদ্ধিমা কাজের থেকে বিরতি নিলে ও সদ্য কাজ শেষ করলেন গৌরব। কিছুদিন আগেই”প্রলয়” ওয়েব সিরিজে কাজ করলেন গৌরব। কাজ,সন্তান সব মিলিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন অভিনেতা
