



ছোটবেলা থেকে কখনও স্বপ্ন দেখেননি অভিনেত্রী হবেন, কখনোই ক্যামেরার সামনে নিজেকে দেখবেন ভাবেননি অথচ আজ একজন সফল অভিনেত্রী। সায়ন্তনী গুহঠাকুরতা। শিক্ষিকা কিম্বা অধ্যাপিকা হয়ে উঠবেন ভেবেছিলেন কিন্তু মঞ্চের টান অস্বীকার করতে পারেননি। বরাবরই মঞ্চ অনেক বেশি টানে।তা সে ডান্স হোক বা থিয়েটারে অভিনয় — মঞ্চে কাজ করা অনেক বেশি পছন্দের। তবু ও কাজ করেছেন সিরিয়ালে, সিনেমায় ও ওয়েব সিরিজে।
ছোট্টবেলা থেকে নাচতে ভালোবাসতেন। তালিম ও নিয়েছিলেন। বড়ো হয়ে কাজ করেছেন বহু নামকরা শিল্পীদের সঙ্গে। একটা সময় থিয়েটারে চুটিয়ে অভিনয় ও করেছেন। চিরসাথী, জামাই রাজা,কিরণমালা,সাত ভাই চম্পা এরকম বহু সিরিয়ালে কাজ করেছেন। কাজ করলেন মায়া,ত্রিভুজ, সেদিন কুয়াশা ছিল ছবিতে। এছাড়া হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন।
“An Evening With Amit” শো টিতে সঞ্চালকের সাথে আড্ডায় একের পর এক উঠে এসেছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা, ভালোলাগা মন্দলাগার কথা। তিনি জানিয়েছেন জীবনের মন্ত্র হল- নিজেকে ভালো রাখা, খুশি রাখা ও অন্যদেরকে ভালো রাখা। জানিয়েছেন ভীষণ ঘুরতে পছন্দ করেন। এমনকি উপার্জনের বেশিরভাগটায় উনি খরচ করেন বেড়ানোর শখ মেটাতে। অভিনেত্রীর প্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং। শাহরুখ খান শুধু ওনার প্রিয় অভিনেতাই নন, ওনার রোল মডেল ও। রাজনীতির প্রসঙ্গে জানিয়েছেন এখনও রাজনীতিতে আসার মতো তৈরি নন।
Report – Anita Das
