



ফের ইতিহাস গড়লেন বিরাট কোহলি। শচীন তেন্ডুলকর কে ছুঁয়ে ফেলেছিলেন আগেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ৪৯ তম শতরান করেন বিরাট কোহলি।
আজ সেমিফাইনালে ম্যাচের দিন শতরান মাস্টার ব্লাস্টার শচীনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন। সেঞ্চুরির সংখ্যায় হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি। এক নতুন মাইল ফলক তৈরি করলেন বিরাট কোহলি। এক বিশ্বকাপ মরসুমে শচীনের মোট রানের রেকর্ড ও ভেঙে দিলেন বিরাট।
ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে গুরু ভাবেন বিরাট কোহলি। কাজেই নিজের এই এত বড় কীর্তির পর গুরুদক্ষিণায় কোন কার্পণ্য করেননি বিরাট। হেলমেট খুলে মাঠে দাঁড়িয়ে কুর্ণিশ জানাতে ভোলেননি তিনি। এই আনন্দের পাশাপাশি আজ গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ভারতের জেতার অপেক্ষায় সারা ভারতবাসী।
Anita Das
