



বিশ্বকাপ শুরুর থেকেই বেশ ভালো ফর্মে আছে ভারত। যা ভারতীয়দের মধ্যে বিশ্বকাপ জেতার আশা জুগিয়ে চলেছে। গতকাল সেই আশা পূরণের আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। নিউজিল্যান্ড বনাম ভারত সেমিফাইনালে ৭০ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৯৭ রান করে ভারত। এতটা রান তাড়া করে নিউজিল্যান্ড জিততে পারবে না এই আনন্দেই ভাসছিল সারা ভারতবাসী। ৩৯৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমপ ৩৯ রানে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের ও জয়ের আশা ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে লড়াই করে পাশার দান পাল্টে উইলিয়ামসন ও মিচেলের জুটি ভারতকে বেশ খানিকটা উদ্বেগে ফেলে দিয়েছিল। ঠিক তখনই এই জুটিকে ভেঙে ফের ভারতকে আশার আলো দেখিয়েছে মহম্মদ শামি। এরপরই ভারতের জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। এদিনের ম্যাচে ৭টি উইকেট নিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেয় শামি। তিনি এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের সফলতম বোলার ।
নিজেদের যোগ্য প্রমাণ করে সেমিফাইনালে ভারত। এবার ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কিংবা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ যাই হোক না কেন…. ২০২৩ এর বিশ্বকাপ জয়ের অপেক্ষায় গোটা ভারতবাসী।
Anita Das
