



সোহম চক্রবর্তী প্রযোজিত ছবিতে মিঠুন-দেবশ্রী জুটি
দীর্ঘ ১৬ বছর পর বড়পর্দায় আবার মিঠুন -দেবশ্রী জুটি। ছবির নাম শাস্ত্রী। প্রযোজক অভিনেতা সোহম চক্রবর্তী। এর আগেও বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন সোহম। অভিনেতা জানিয়েছেন – এই ছবির সহ প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের সাথে জুটি বেঁধেছেন তিনি।
বুধবার থেকে শুরু হল শাস্ত্রী ছবির শ্যুটিং । ছবির মূল আকর্ষণ মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। ‘প্রজাপতি’, ‘কাবুলিওয়ালা’র পর এবার ছবি ‘ শাস্ত্রী’। তাছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে একঝাঁক তারকাকে। শ্বাশত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক প্রত্যেককেই দেখা যাবে এই ছবিতে।
মিঠুন চক্রবর্তীর সাথে সোহমের সম্পর্ক দীর্ঘদিনের। দুজনে একসাথে বহু ছবি ও করেছেন। তবে বর্তমানে মিঠুন চক্রবর্তী অনেক বেছে বেছে কাজ করছেন। কিন্তু সোহম চক্রবর্তীর কাছে গল্প শুনেই রাজী হয়ে যান তিনি। দেবারতি মুখোপাধ্যায় এর গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে জ্যোতিষচর্চা ও বিজ্ঞানের দ্বৈরথকে দেখানো হবে। জানা যাচ্ছে, চলতি বছরের পুজোয় মুক্তি পাবে এই ছবি।
