



গত ৯ মার্চ ২০২৪, শনিবার, বিকেল ৫-৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের চারুবাসনা-য় দিল্লি প্রবাসী অজয় গুপ্তের জীবনের স্মৃতিকথা জুঁই শাপলা পদ্ম আর হারানো ভিটে বইয়ের আনুষ্ঠানিক পরিবেশন হয়েছিল। তিনি আদ্যপান্ত এই দেশের মানুষ। তবু তাঁর রক্তে, হাড়ে, মজ্জায় ও মননে মিশে আছে ওপার বাংলা। নিজের ভিটে বাড়ি ছেড়ে ২১ বছর বয়সে এদেশে এসে শুরু হয় নতুন জীবন সংগ্রাম। আনুষ্ঠানিক পরিবেশনে অংশ নিয়েছিলেন শঙ্করলাল ভট্টাচার্য, অনুপ মতিলাল, বিশ্বজিৎ মতিলাল, লেখক অজয় গুপ্ত, প্রকাশক অপূর্ব গঙ্গোপাধ্যায়। সুমিত্রা প্রকাশনীর এই আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা সমন্বয় করবেন শাওলি মজুমদার*।
