News United India

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেলেন প্রাক্তন সাংসদ অপরুপা পোদ্দার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেলেন প্রাক্তন সাংসদ অপরুপা পোদ্দার

 

আরামবাগের প্রাক্তন সাংসদ অপরুপা পোদ্দার এবং তার স্বামী সাকীর আলী, যিনি রিষড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, পুজোর উপলক্ষে একটি বিশেষ আশীর্বাদ পেয়েছেন। মুসলিম সম্প্রদায়ের সদস্য হলেও, তারা গত ৭ বছর ধরে পারুল মিলন মঞ্চে আরামবাগের পুজো উদযাপন করে আসছেন।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরুপা পোদ্দারের কাছে আরামবাগের বন্যা দুর্গত এলাকার পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তিনি তরুণ ও শিশুদের জন্য জামাকাপড় ও খাবার পাঠিয়েছেন এবং এসব সঠিকভাবে পৌঁছেছে কিনা তা জানতে চান। তাহলে কি মমতা বন্দোপাধ্যায় অণ্যাণ্যদের থেকেও ওনাকে বেশি ভরসা করে।

 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব, যেমন: শ্রীমতী সুভাষিণী, এডিএম রবি কুমার, এসডিও আরামবাগ, আইসি আরামবাগ, সুমন বন্দ্যোপাধ্যায় (ব্রাহ্মণ সমাজের সম্পাদক), আরুন কেওরা, দীপঙ্কর দে (সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার), সাম্ভু বেরা (আরামবাগ ব্লক সভাধিপতি), কমল কুসারী (প্রাক্তন কর্মাধ্যক্ষ), এবং শ্রীমতী সুজাতা রায়, সমাজ সেবী।

 

এই মহৎ উদ্যোগে সবার সহযোগিতা ফের একবার প্রকাশ পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories