সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহু তলে আগুন
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহু তলে আগুন আজ সকাল দশটায় ৪৫ নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচ তলার সরকারি দপ্তরের লাগলো ভয়াবহ আগুন। চারিদিকে যখন অফিসের ব্যস্ততা ঠিক সেই সময় সেন্ট্রাল এভিনিউ সাক্ষী থাকলো এক ভয়াবহ অগ্নিকাণ্ডের।আগুন লেগেছে সরকারি দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১ টি ইঞ্জিন। শত চেষ্টা করেও প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বর্তমানে অফিস