
চন্দ্রযান-৩ এর অবতরণ নিয়ে কি আপডেট দিচ্ছে ISRO?
অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার। উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। ইতিহাস তৈরির পথে ভারত। গুটি গুটি পায়ে চাঁদমামার প্রায় কাছেই এসে গেছে চন্দ্রযান-৩। খুব অঘটন না ঘটলে আজ সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে চন্দ্রযানের গতিবিধির যাবতীয় আপডেট দেওয়া হচ্ছে। ইসরোর তরফে আজই একটি টুইটে জানানো হয়েছে যে চন্দ্রযানের যাত্রাপথ খুবই


