
দিল্লিতে শুরু G-20 শীর্ষ সম্মেলন
৯ ই সেপ্টেম্বর শনিবার G-20 শীর্ষ সম্মেলনের প্রথম দিন।গতকালই নয়া দিল্লিতে পৌঁছে গেছেন রাষ্ট্রনেতারা।শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম “বসুধৈব কুটুম্বকম”। শুরুতেই মানব জাতির কল্যানের কথার উল্লেখ করে সেই বার্তাকে বাস্তবায়িত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । ‘সবকা সাথ সবকা বিকাশ’ -সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে একসাথে এগিয়ে চলার বার্তা মোদীর।