
চাঁদে বিক্রমের অবতরণের অপেক্ষায় গোটা দেশ– প্রায় এসে গেল মাহেন্দ্রক্ষণ
শুভক্ষণ প্রায় হাজির। চন্দ্রযান -৩ অবতরণের দৃশ্য সম্প্রচারিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগেই টুইট করে সুখবর দিল ইসরো। দুটি ছবি টুইট করে ইসরো জানিয়েছে অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স (ALS) শুরু করতে প্রস্তুত। ল্যান্ডিং মডিউলটি নির্ধারিত বিন্দুতে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। এর জন্য নির্ধারিত সময় রয়েছে ৫.৪৪। জানা যাচ্ছে ধাপে ধাপে গতি কমিয়ে শেষ ২০