আবার বড়োবাজারে আগুন
বড়বাজার চত্বরে আবার আগুন।এ বার আগুন লেগেছে একটি ছাতার দোকান এবং তদসংলগ্ন গোডাউনে। আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে দোকানের ভিতরে দাহ্যপদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়াচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।বুধবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর আসে বড়বাজারের মহম্মদ লুহিয়া লেন থেকে। দ্রুত সেখানে পৌঁছে যান অগ্নিনির্বাপন