
কর্মসূচি অনুযায়ী ঝটিকা সফরে কলকাতায় দ্রৌপদী মূর্মু
কর্মসূচি অনুযায়ী আজ তিলোত্তমায় পা রাখলেন রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মু। তাঁকে স্বাগত জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন ও পোর্টের দুটি কাজে এসেছেন শহরে। রাজভবনে ব্রম্ভা কুমারিস এর উদ্দ্যোগে যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে তারই উদ্বোধন এর কাজে এসেছেন তিনি। রাজভবনে ‘আমার বাংলা, নেশামুক্ত বাংলা’ অনুষ্ঠানে যোগ দেন। ঐ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও যোগ দেন








