



কর্মসূচি অনুযায়ী আজ তিলোত্তমায় পা রাখলেন রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মু। তাঁকে স্বাগত জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন ও পোর্টের দুটি কাজে এসেছেন শহরে। রাজভবনে ব্রম্ভা কুমারিস এর উদ্দ্যোগে যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে তারই উদ্বোধন এর কাজে এসেছেন তিনি। রাজভবনে ‘আমার বাংলা, নেশামুক্ত বাংলা’ অনুষ্ঠানে যোগ দেন। ঐ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং শিশু ও মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।এই অনুষ্ঠানে নেশা মুক্ত দেশ ও সমাজ গড়ার কথা বলেন তিনি। যেহেতু নেশা যুবসমাজের পক্ষে ক্ষতিকর তাই কারোকে নেশা করতে দেখলে তাঁকে নেশা মুক্ত করার উদ্দ্যেগ নেওয়া উচিত বলে তিনি জানিয়েছেন।
মধ্যান্হ ভোজ সেরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনুষ্ঠানে যোগ দেন। একই মঞ্চে রাষ্ট্রপতি,রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী বিন্ধ্যগিরি র যাত্রা শুরু হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির হাত দিয়ে। সেই মতো যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি।
Report – Anita Das
