News United India

স্বাধীন ভারত : বহু সংগ্রামীর সংঘবদ্ধ লড়াই

আজ ১৫ ই আগষ্ট। স্বাধীনতার ৭৭তম মহোৎসব। ১৯৪৭ এর ১৫ ই আগষ্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীন হয়েছিল। আর তাই আজ আমরা মুক্ত, স্বাধীন নাগরিক। কিন্তু এই স্বাধীনতা একদিনে আসেনি।দীর্ঘদিনের লড়াই ও নিদারুণ কষ্টের ফল এই স্বাধীনতা। সাধারণ ঘরের হাজারো হাজারো ছেলে মেয়ে নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিল।এই সমস্ত উৎসর্গীকৃত প্রাণেদের,বীর সংগ্রামীদের সংঘবদ্ধ লড়াই আনতে পেরেছে স্বাধীনতা।

১৯৪৭ এর ১৫ই আগষ্ট দিল্লির লালকেল্লায় প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে এই ১৫ই আগষ্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।

ভগৎ সিং,ক্ষুদিরাম বসু,মহাত্মা গান্ধী, নেতাজী সুভাসচন্দ্র বসু, ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ,মাতঙ্গিনী হাজরা,প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন,বেলা বসু,লালা লাজপত রায় সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামী যাঁরা পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাঁদের প্রতি আপামর দেশবাসী চিরকৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories