তিনদিনের বক্স অফিসে ‘আদিপুরুষ’ সফল কতটা?
তিনদিনের বক্স অফিসে ‘আদিপুরুষ’ সফল কতটা? ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি ‘আদিপুরুষ’ (Adipurush) মুক্তি পেয়েছে ১৬ই জুন। গোটা বিশ্ব জুড়ে বক্স অফিস সংগ্রহে উঠে এসেছিল ১৪০ কোটি টাকা। তার পরের দু’দিনে আরও ১০০ কোটি টাকা করে লাভ করায়, অর্থাৎ ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত ৩৪০ কোটি টাকা অর্জন করতে পেরেছে ‘আদিপুরুষ’ (Adipurush) । জানা