



অন্যান্য মামলার চাপ থাকার কারণেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি সোমবারের আগে সম্ভব নয় বলে জানান বিচারপতি ঘোষ।এরপরই ইডির আইনজীবী ও জানান সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেবে না ইডিও। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও ইডির মুখোমুখি হননি অভিষেক। হাজিরা এড়াতে আবেদন করেন সুপ্রিম কোর্টে।সেখানে কোন রক্ষাকবচ পাননি।সেখান থেকে মামলা ঘোরানো হয়েছিল কলকাতা হাইকোর্টে।সেখান থেকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি নির্দেশ দেন অভিষেকের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করতে পারবে ইডি।এই এফআইআর খারিজের আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হন অভিষেক।বুধবার সকালে মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে ওঠার পর মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি ঘোষ জানান সোমবারের আগে সম্ভব নয়। আপাতত সোমবার পর্যন্ত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Report – Anita Das
