



একসময় রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে।এবার সেই পদ ও খোয়ালেন তিনি।তিনি এখন শুধুই মেদিনীপুরের সাংসদ। বিজেপি সূত্রের খবর, বারবার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা করা হলেও দিলীপ ঘোষ তাতে কোন কান দেননি।এই কারণেই দলীয় পদ থেকে তাঁকে সরানো হল। তবে বিজেপির অন্য শিবিরের মত,সামনের লোকসভা নির্বাচনে নিজের এলাকায় সময় দেওয়ার সুযোগ দিতেই সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেন তাতে নেই দিলীপ ঘোষের নাম। বিজেপি শিবিরের অনেকের মতেই তিনি দলের অনুশাসন যথাযথ মানছিলেন না বলে দলের থেকেই এটা একটা শাস্তিমূলক পদক্ষেপ। যদিও দিলীপ ঘোষের দাবি, তিনি এখনও কোন চিঠি পাননি।শুনেছেন পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই হবে। সাংসদরা যাতে নিজের এলাকায় বেশি সময় দিতে পারেন তাই এই পদক্ষেপ -জানান দিলীপ ঘোষ।
Report – Anita Das
