



আলিপুর উডল্যান্ডস হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু দলীয় কর্মীরাই নন,বিরোধী দলের নেতারাও ওনার সুস্থতা কামনা করেছেন।কেউ কেউ হাসপাতালে দেখাও করে এসেছেন। কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের একটি ফেসবুক পোস্টকে ঘিরে পড়ে গেছে শোরগোল। “বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্হ থাকুন;কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সুিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে ” পোস্ট করে জানিয়েছেন কুণাল ঘোষ। আর এই পোষ্টের কারণেই সমালোচনার শিকার হয়েছেন তিনি।এর আগে বুদ্ধদেববাবুর অসুস্হতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ওনার বাড়ী গিয়েছেন,কখনো ওনাকে দেখতে হাসপাতালে গিয়ে সৌজন্যতার নজির গড়েছেন। বিভিন্ন সময় সৌজন্যতার সাক্ষী থেকেছে বাংলা।অথচ সেই বাংলায় বিরোধী দলনেতা হিসেবে কুণাল ঘোষের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।
Report – Anita Das
