



পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায় নি।এবার আগামী তিন-চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে যার প্রভাব পড়বে একাধিক রাজ্যে।কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এই সপ্তাহের কয়েকদিন পর্যন্ত চলবে বৃষ্টির দাপট।দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪পরগণা,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বিকেলের দিকে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পাশাপাশি উত্তরপ্রদেশে একটি সাইক্লোনিক-সার্কুলেশন জারি হয়েছে। হাওয়া অফিস ৩রা আগস্ট পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
