News United India

বোসের চেয়ে ধনখড় ভালো- এই ইঙ্গিতই কি দিচ্ছেন মুখ্যমন্ত্রী?

এ রাজ্যে রাজ্যপালের সঙ্গে ঝগড়া কোন নতুন ঘটনা নয়। রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছিল জগদীপ ধনখড় রাজ্যে রাজ্যপাল থাকাকালীন। তবে এখন প্রাক্তনকে টেনে ভালোর ইঙ্গিত দিয়ে বর্তমানকে দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল বোসের ক্ষেত্রে নবান্ন-রাজভবনের সম্পর্কের শুরুটা ভালোই ছিল। শুরুটা মধুর হলেও ক্রমেই তা তিক্ত হয়েছে।
দুর্নীতি নিয়ে ও মুখ খুলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পিস রুম’ র পর রাজভবনে খুলেছেন ‘অ্যান্টি করাপশন সেল’। দুর্নীতির প্রতিবাদে যে কেউ হেল্পলাইনে ফোন করে জানাতে পারেন অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। এই সংঘাতই এখন বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যপালের অতি সক্রিয়তা নিয়ে বলতে গিয়ে ধনখড়ের সঙ্গে বর্তমান অবস্হার তুলনাও করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন বাইরে থেকে বিশেষজ্ঞ এনে বাংলায় কমিটি গঠন করা হচ্ছে? বাংলায় কি কোন লোক নেই? তিনি আরও বলেন, ধনখড়ের সঙ্গে ঝগড়া বিতর্ক হলেও উনি কখনও এটা করেন নি।অবশ্যই বর্তমান রাজ্যপালের উদ্দেশ্যে বিজেপির দিকে ইঙ্গিত করে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অ্যান্টি করাপশন সেল’ ই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে –এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories