News United India

চা-কে সঙ্গে নিয়ে জমিয়ে আড্ডা ..সঙ্গী অভিনেত্রী মৌবনী সরকার

জাদু খেলা দেখতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। আর তাই ম্যাজিশিয়ান পি সি সরকার কে চেনেন না এমন মানুষও খুব কমই খুঁজে পাওয়া যাবে। পুরো দস্তুর জাদুর পরিবেশে বড় হয়ে উঠলেও একদম অন্যধারায় নিজেকে দেখতে চেয়েছিলেন পি সি সরকার কন্যা মৌবনী সরকার। বাবার উত্তরসূরী হয়ে দিদি ম্যাজিশিয়ান হয়ে উঠলেও নিজে পেশা হিসেবে ভালোবেসে বেছে নিয়েছেন অভিনয়কে।অভিনেত্রী হয়ে ওঠার জার্নিটা ওনার ক্ষেত্রে কতটা কঠিন ছিল বা বাড়ি থেকে কতটা সাপোর্ট পেয়েছেন সবটা নিজের মুখে জানিয়েছেন মৌবনী। কাদের থেকে প্রেরণা পেয়েছেন,পছন্দের অভিনেতা কে,কি ধরনের গান শুনতে ভালোবাসেন এইরকম অনেক মজার মজার বিষয় নিয়ে জমিয়ে আড্ডা দিয়েছেন ‘An Evening with Amit’ শো-তে অমিতের সাথে। তাই পুরোটা জানতে অবশ্যই দেখতে হবে শো টি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories