



যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যু রহস্যে ধৃতদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল আরও ৩ জনকে। এদের মধ্যে প্রাক্তনী ২ জন। ১ জন বর্তমান পড়ুয়া। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় এই তিনজনের যোগ রয়েছে। ঘটনার সময় এরা প্রত্যেকেই হোস্টেলেই ছিল। শুধু তাই নয়, মানসিক ভাবে স্বপ্নদীপকে হেনস্থাও করেছিল বলে তদন্তে উঠে আসছে। সত্যব্রত রাই,হিমাংশু কর্মকার,শেখ নাসিম আখতার এই তিনজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরেই বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতারীর সিদ্ধান্ত পুলিশের। ।আগের ধৃতদের প্রত্যেকের বয়ানে মাঝে মাঝেই মিলেছে অসঙ্গতি । আর তাই আগের ধৃত ৯জনকে নিয়ে ঘটনার পুননির্মাণের সিদ্ধান্ত তদন্তকারী আধিকারিকদের।ধৃত সপ্তক কামিল্যাকে দিয়েই শুরু হয়েছে পুননির্মাণ।
Report – Anita Das
