News United India

একুশের মঞ্চ থেকে শুরু করে শহীদ দিবসে নজর কেড়ে বর্তমানে সভাপতি রাজন্যা

যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ও।ছাত্রমৃত্যুকে ঘিরে তোলপাড় এই আবহের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ।সভাপতির পদ পেলেন দক্ষিণ ২৪পরগণার রাজন্যা হালদার। তৃণমূলের একুশে জুলাই এর মঞ্চে তাঁর ভাষণ নজর কেড়েছিল অনেকেরই। শহীদ দিবসের মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে।এমনকি এই ছাত্রমৃত্যুর ঘটনাতেও বামেদের নিশানা করে ক্ষোভ উগরে দিয়েছেন এই রাজন্যা।

দলীয় সূত্রের খবর, যাদবপুরে কিভাবে ইউনিট তৈরি করা যাবে তা নিয়ে হয় আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে বৈঠক বসে তৃণমূল ছাত্র পরিষদের। সেই বৈঠকের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব দেওয়া হয় রাজন্যাকে ও সঞ্জীব প্রামাণিককে করা হয় চেয়ারপার্সন। যাদবপুরের জমি শক্ত করতে তৃণমূলের ভরসা হয়ে উঠল রাজন্যা হালদার।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories