



যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক প্রাক্তনীকে। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে। জয়দীপ ঘোষের গ্রেফতারীতে ধৃতের মোট সংখ্যা ডজন ছাড়িয়ে হল ১৩। জয়দীপ ঘোষ নামে যাদবপুরে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনীকে শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর রাতে গ্রেফতার করা হয়। গেট বন্ধ করে হোস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, জয়দীপের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। বর্তমানে বিক্রমগড়ে ভাড়া থাকেন। ২০২১ সালে পাস আউট হয়ে গেলেও হোস্টেলের সঙ্গে যোগাযোগ ছিল বলেই জানা যাচ্ছে। গত ৯ই আগষ্ট ছাত্র মৃত্যুর ঘটনার রাতেও হোস্টেলেই জয়দীপ ছিলেন বলে পুলিশের অভিযোগ। শুধু পুলিশকে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়া নয়,এই ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জয়দীপ জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। আপাতত কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে জয়দীপের বিরুদ্ধে।
Report – Anita Das
