
সফল উৎক্ষেপণ ISRO র চন্দ্রযান ৩ র
ভারতের গর্বের দিন।বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হল চন্দ্রযান 3 র। LVM3 রকেটের সাহায্যে চন্দ্রযান 3কে উৎক্ষেপণ করা হয়।চাঁদের উদ্দেশ্য এই নিয়ে তৃতীয় অভিযান ISRO র।এর আগে চন্দ্রযান ২ সফলতা পায় নি।চন্দ্রযান ৩ র চাঁদের মাটি ছুঁতে সময় লাগবে ১মাস।অবতরণ সফল হলে এক চন্দ্র দিবস অর্থাৎ




