News United India

জন্মদিনে ফিরে দেখা.. রবি ঘোষ

রবি ঘোষ একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৩১ এর ২৪ শে নভেম্বর কোচবিহারে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে সাউথ সাবার্বান মেন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তী কালে ভর্তি হন আশুতোষ কলেজে। ১৯৫৯ সালে “আহ্বান” এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

তপন সিংহ পরিচালিত “গল্প হলেও সত্যি” ছবির মাধ্যমে পরিচিতি লাভ করেন অভিনেতা রবি ঘোষ। বসন্ত বিলাপ, মৌচাক,মর্জিনা আবদুল্লা, আপনজন,ধন্যি মেয়ে, ঠগিনী,চারমূর্তি,কষ্টিপাথর উল্লেখযোগ্য সব ছায়াছবি। সমসাময়িক হিরোদের চেয়ে সুগঠিত শরীর হলেও এককথায় সুন্দর, সুপুরুষ ছিলেন না। তাই তথাকথিত নায়ক হওয়া হয়নি। তবে অভিনয়টা ছিল খাঁটি। তাই রোমান্টিক হিরো না হতে পারলেও দুর্দান্ত অভিনয় দিয়েই লেজেন্ড হয়ে রয়ে গেছেন অভিনেতা রবি ঘোষ। জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories